গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরএসএফ এর প্রতিবেদন বিভ্রান্তিকর : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরএসএফ এর প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
দুপুরে সচিবালয়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ-এর সাম্প্রতিক প্রতিবেদন ও ‘ranking’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকার বিরোধীরা এই ধরনের প্রতিবেদনকে উদাহরণ হিসেবে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দেয় বলেও জানান মোহাম্মদ আলী আরাফাত। প্রতিবেদনটি পুনমূল্যায়নের করে আগামী প্রতিবেদনে তাদের ভূল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন আনার দাবি জানান। সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অবমূল্যায়ন করা হয়েছে।