গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত পর্যায়ে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ক্লিনফিড চালু হওয়ার কারণে ৫শ’ কোটি টাকার বিজ্ঞাপন দেশীয় টেলিভিশন পেতে শুরু করেছে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে অ্যাটকোর আলোচনা সভায় একথা জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে অ্যাটকো নেতারা টেলিভিশনকে শিল্পের মর্যাদা দিতে সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি অবৈধ আইপি টিভি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহবান জানান তারা।
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে আলোচনা সভা করে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স– অ্যাটকো।
এসময় টেলিভিশনকে শিল্পের মর্যাদা দিতে সরকারের প্রতি আহবান জানান অ্যাটকো নেতারা।
নৈতিকতার অবক্ষয় রোধে টেলিভিশনগুলোকে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান আলোচকরা।
এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত পর্যায়ে আছে। সম্প্রচার মাধ্যম আইনও দ্রুত করা হবে।
তিনি জানান, ক্লিনফিড চালু হওয়ায় ৫’শ কোটির টাকা বিজ্ঞাপন দেশীয় টেলিভিশন পেতে শুরু করেছে। টিআরপি নির্ধারনে স্বচ্ছতা প্রতিষ্ঠার কথাও জানান ড. হাছান মাহমুদ।