গণমূখী ও কল্যাণমূখি বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জীবন ও জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমূখী ও কল্যাণমূখি বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।অন্যদিকে বিএনপি আসন্ন বাজেট নিয়ে অযৌক্তিক প্রস্তাব দিচ্ছে বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে Mass Rapid Transit, MRT এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও দলের ইশতেহারের সাথে সমন্বয় করেই এবারের বাজেট দেয়া হবে।
এদিকে খেটে খাওয়া মানুষের কথা ভাবে না বলেই সারাদেশে লকডাউন দীর্ঘায়িত করতে চায় বিএনপি- এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ অভিযোগ করেন তিনি।
করোনা পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে বিরাট মন্দার আশংকা রয়েছে, সেটি বিবেচনায় নিয়েই বাজেট দেয়া হবে বলে জানান ক্ষমতাসীন দলের দুই শীর্ষ নেতা।