গণস্বাস্থ্য কেন্দ্রের কিট করোনা নেগেটিভ রোগীদের এন্টিবডি শনাক্তে সহায়ক
- আপডেট সময় : ০৮:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ অ্যান্টিবডি চিনতে পারলেও করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের ভাইরাস শনাক্তে ‘কার্যকর নয়’ বলে প্রতিবেদন দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানান। তবে পরিস্থিতি মোকাবেলায় এ কিট সহায়তা করবে বলেও মত দিয়েছেন তিনি।
করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল মূল্যায়ন তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এ সময় তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ৫০৯টি কিট পরীক্ষা করে দেখা গেছে, এই কিট উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তে কার্যকর নয়।
এই কিট কোভিড-১৯ এর বিস্তার বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে জানিয়ে উপাচার্য বলেন, এর মাধ্যমে যাদের ইতোপূর্বে কোভিড-১৯ হয়েছিল, তাদের ৭০ শতাংশ শনাক্ত করা সম্ভব।
যেসব স্থানে আরটি পিসিআর ল্যাব পদ্ধতি চালু নেই বা যাদের করোনা উপসর্গ থাকার পরেও পিসিআরে নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হতে পারে বলেও জানায় মূল্যায়ন কমিটি।