গত ১৬ দিন ধরে ৭ কলেজছাত্র নিখোঁজের খবরে কুমিল্লায় তোলপাড়
- আপডেট সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কুমিল্লায় গত ১৬ দিন ধরে ৭ কলেজছাত্র নিখোঁজের খবরে তোলপাড় চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর পক্ষ থেকে কোতোয়ালি থানায় জিডি করার পর থেকে পুলিশ, রেব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে। গত ২৩ অগাস্ট বাসা থেকে বের হয়ে তারা আর ফেরেননি বলে অভিভাবকদের করা জিডি থেকে জানা গেছে।
এই সাত শিক্ষার্থী ‘জঙ্গিবাদে’ উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে কিনা তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ ছাত্রদের বাবা-মা ও পরিবারের সদস্যসহ স্বজনদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। একসঙ্গে ছাত্রদের বাড়ি ছাড়া নিয়ে পরিবার এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে নানা সন্দেহ ঘুরপাক খাচ্ছে। পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, তরুণ এই ছাত্ররা বাড়ি ছেড়ে জঙ্গি সংগঠনে যোগদান করেছে, নাকি তাবলিগ জামাতে গেছে নাকি কোনো জঙ্গি ছকে পা রেখেছে? এসব প্রশ্ন সামনে রেখে তদন্ত চলছে। কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান ও সামি, কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম ও নিহাল আবদুল্লাহ, ভিক্টোরিয়া কলেজের সম্মান প্রথম বর্ষের ইমতিয়াজ আহমেদ রিফাত, একই কলেজের স্নাতক ৩য় বর্ষের আমিনুল ইসলাম আলামিন ও ঢাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে সম্মান সম্পন্ন করা সরতাজ ইসলাম নিলয়।