গত ২৪ ঘণ্টায় করোনায় চার জেলায় মোট ২৭ জন শনাক্ত
- আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনায়- ময়মনসিংহে ১২ জন, চট্টগ্রামে ১০, কক্সবাজারে ৪ ও গাইবান্ধায় নতুন করে আরো একজনসহ চার জেলায় মোট ২৭ জন শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৫ জনের করোনা শনাক্ত হলো। নতুন ১২ জনের মধ্যে সদরে ৪ জন, মুক্তাগাছা ও নান্দাইলে ২ জন করে এবং ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট ও ঈশ্বরগঞ্জে ১ জন করে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার পিসিআর ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলারই ১২ জন।
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১০ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি জানান, আক্রান্তদের ৫ জনের বাড়ি চট্টগ্রামে; বাকিরা নোয়াখালী ও লক্ষীপুরের বাসিন্দা। চট্টগ্রামের ৫ জনের মধ্যে দু’জন কাট্টলী, দু’জন সাতকানিয়ার ও একজন পুলিশ লাইন এলাকার বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ জনে দাড়ালো। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীদের বাসাসহ আশপাশের ভবন লকডাউন ঘোষণা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
কক্সবাজারে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ৭৩ জনের স্যাম্পল পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এর মধ্যে মহেশখালী উপজেলার এক মহিলাসহ ৩ জন এবং টেকনাফের বাসিন্দা একজন। এ চারজনই নারায়ণগঞ্জ থেকে ফেরা শ্রমিক। তাদের বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এর আগে করোনা শনাক্ত সৌদি ফেরত কক্সবাজারের প্রথম মহিলা রোগী চকরিয়ার মুসলিমা খাতুন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাশেষে সুস্থ হয়ে ৫ এপ্রিল বাড়ি ফিরেছেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ায় নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। আর শনিবার ৪ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। বর্তমানে ৯ করোনা রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।