গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে জ্বর ও শ্বাসকষ্টে আটজনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উপসর্গ-জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, কুমিল্লা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, শেরপুর, লালমনিরহাট ও নাটোরো আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর মৃতের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
টাঙ্গাইল পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাত ৮টার দিকে এক জনের মৃত্যু হয়েছে । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামাপদ রায় জানান, বুধবার বিকেলে সংবাদ পেয়ে সাথে সাথে নমুনা সংগ্রহ করেছি। আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের দাফন করেছে প্রশাসন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়।
শেরপুরের সাতপাকিয়ায় জ্বর, ঠান্ডা ও কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাইদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে সাতপাকিয়ার মধ্যপাড়া নিজ বাড়িতে মারা যায় সে । মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আশপাশের ১৬ টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে করোনার উপসর্গ নিয়ে শিপন বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে অসুস্থতা নিয়ে রাণীখারগ্রামে আসেন । সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি । করোনা সন্দেহে তার বাড়ি লকডাউন করেছেন জেলা প্রশাসন।
করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া নিয়ে ভর্তি করা হয় সোলাইমানকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রাখা হয়।
লালমনিরহাটের হাতীবান্ধায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।দুপুরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরের করোনা ভাইরাস ছিলো কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম।
এছাড়া, জ্বর, সর্দি ও গলাব্যাথা নিয়ে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রামের ফরিদ প্রামাণিকের স্ত্রী মারা গেছেন। বিশেষভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসন গ্রামটিকে লকডাউন করেছে।