গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৩৪ জন। একই সময়ে ৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন।দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ তথ্য জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন,ব্রিফিংয়ের তথ্যমতে দেশে ৮৩টি ল্যাবে পরীক্ষাগার করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯১৮ জন। মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ৬ জন। নাসিমা সুলতানা জানান, মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৫ জন বাড়িতে পাঁচ জন। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘জ্বর-কাশি হলেই নমুনা পরীক্ষা করান। দেশের সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা আছে।