গত ২৪ ঘণ্টায় ১১ জেলায় আরো ২০২ জন করোনা রোগী শনাক্ত

- আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৩২ জনসহ ১১ জেলায় আরো ২০২ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
হবিগঞ্জে নতুন করে আরো ৩২ জনের করোনা পজিটিভ এসেছে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩ জন।
রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম থেকে পাওয়া ৫৮টি রিপোর্টের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ১৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
গোপালগঞ্জে কোটালীপাড়ার পৌরমেয়র কামাল হোসেন শেখ এবং এক নার্সসহ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
দিনাজপুরে ২৪ ঘন্টায় আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫১৬ জন।
চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারীসহ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ব্যাংকটির জীবননগর শাখাটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
এছাড়া, নোয়াখালীতে ৩৩ জন, যশোরে ২৩ জন, ঠাকুরগাঁয় ১১ জন, মাগুরায় ৮ জন ও নরসিংদীতে ৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।