গত ২৪ ঘণ্টায় ১৩ জেলায় ৫৫ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৮:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ১৭ জন, চট্টগ্রামে ১৩, ফেনীতে ২, চুয়াডাঙ্গা ২, জামালপুরে ১, টাঙ্গাইলে ১, মানিকগঞ্জে ৪, পাবনায় ২, নড়াইলে ২, নোয়াখালী ৩, পটুয়াখালী ৪, দিনাজপুরে ২ জন ও গাইবান্ধায় ১ জনসহ ১৩ জেলায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে ২৪ ঘন্টায় আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৪৫ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৩ রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গেল রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। রাত ১০টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে ১১৩ জন ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়।
ফেনীর দাগনভূঞায় নতুন করে এক সরকারি কর্মকর্তাসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন মোট ৪ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় আরো ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
জামালপুরে নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।
টাঙ্গাইলে নতুন করে এক ডাক্তারের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার এবং টাঙ্গাইল পৌর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো।
গেল ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়ালো।
পাবনায় আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদের একজনের বাড়ি সুজানগর উপজেলায় এবং অন্যজন সাঁথিয়ার।এ নিয়ে পাবনা জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
নড়াইলের লোহাগড়ায় দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং অপরজন স্বাস্থ্যকর্মী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় নতুন করে আরো তিন জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে আরো ৪ জন।এরমধ্যে দু’জনের বাড়ি বাউফলে এবং বাকি ২ জনের গলাচিপায়।
দিনাজপুরের ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় আরও ২ জন করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ জনে।
এদিকে, গাইবান্ধায় এই প্রথম একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাড়ালো । আক্রান্ত নুতন রোগী সদর হাসপাতাল এক ল্যাব টেকনোলজিস্ট । এ ঘটনায় প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।