গত ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় হাসপাতালে ১০৫ জন মারা গেছে
- আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় হাসপাতালে ১০৫ জন মারা গেছে।
২৪ ঘন্টায় করোনায় খুলনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। যশোরে আজ দ্বিতীয় সর্বাচ্চ মৃত্যু হয়েছে। মারা গেছেন ১৭। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন। সাতক্ষীরায় করোনা ও উপসর্গে প্রাণহানি ৫ জনের। ঝিনাইদহে মারা গেছে ৮ জন। চুয়াডাঙ্গায় ৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় গেলো ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনসহ মোট ১৯ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে ৩ জন।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দিনাজপুরে আজ মারা গেছে আরো ৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৪তে।
গেলো ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে । আজ শনাক্ত হয়েছে আরো ৩৬৯ জন। বরিশালে ৪ জনের প্রাণহানি।
এদিকে, গেলো ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ময়মনসিংহের ৭ জন, টাঙ্গাইল ও জামালপুরের ১ জন করে এবং গাজীপুরের ২ জন, মানিকগঞ্জে ১ জনসহ মোট মৃত্যু ১১জন।