গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বর মাসে একদিনে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সোমবার ঢাকায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বর মাসে একদিনে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল সাড়ে ৯টার দিকে সামান্য উঁকি মেরেছিল সূর্য। কিন্তু কিছুক্ষণ পরে আবার মুখ ভার করে মেঘের আড়ালে মিলিয়ে যায়। তবে বৃষ্টি কমে এসেছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদনদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি-বাতাসে বেড়েছে শীত। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অফিসগামী লোকজন কর্মস্থলে যাচ্ছেন। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন।