চট্টগ্রামে গভীর রাতে গ্যারেজে আগুন, পুড়ে ছাই ১৯ টি সিএনজি

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ২৮৯২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বৌ-বাজারের একটি গ্যারেজে গভির রাতে আগুনে ভস্মিভুত হয়েছে ১৯ টি সিএনজি অটোরিক্সা।
হালিশহরের ঈদগাঁ বৌ বাজারের খাজা হোটেল গলির ভেতরে একটি সিএনজি অটোরিক্সা গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে ভাড়ার বিনিময়ে সিএনজি অটোরিক্সা রাখা হতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কিন্তু তার আগেই গ্যারেজে থাকা ১৯ টি সিএনজি অটোরিক্সা পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তবে গ্যারেজ মালিকের দাবি, হরতাল অবোরোধ কর্মসুচীকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়াতে গভির রাতে দুবৃত্বরা গ্যারেজে আগুন দিতে পারে।