গভীর সমুদ্রে ১৬টি মাছ ধরা নৌকায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ১২ জলদস্যু গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
গভীর সমুদ্রে ১৬টি মাছ ধরা নৌকায় ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ১২ জলদস্যুকে গ্রেফতার করেছে রেব।
দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত বঙ্গোপোসাগরসহ চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে রেব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জনায় রেব। রেব আরো জানায়, গত ২৭ আগস্ট একসঙ্গে ৯টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে জলদস্যুরা। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে র্যাব। ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে আরো ৭টি ট্রলারে ডাকাতি করে জলদস্যুরা। ঘটনার তদন্তে জানা যায় বাশখালী এলাকার একটি ট্রলার ব্যবহার করেই এতগুলো ট্রালারে ডাকাতি হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলারের অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার থেকে সাগরে ও বাশখালীতে একযোগে অভিযান চালায় র্যাব। এসময় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও ডাকাতি হওয়া মাছ উদ্ধার করা হয়।