গরমে জ্বর, কাশিসহ দেখা দিয়েছে নানা রোগ
- আপডেট সময় : ০২:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
প্রচণ্ড গরমে নাকাল রাজধানীবাসী। গরমে জ্বর, কাশিসহ দেখা দিয়েছে নানা রোগ। বেড়েছে নাগরিক ভোগান্তিও।শুধু তাই নয় ভ্যাপসা এই গরমে হাসপাতালগুলোতে বাড়ছে শিশুরোগীর সংখ্যা।বিশেষ করে ৬ বছরের কম শিশুরা আক্রান্ত হচ্ছে জ্বর,সর্দি,ডায়ারিয়াসহ চর্মরোগে।চিকিৎসকরা বলছেন,গরমে পানিবাহিত ভাইরাসের আক্রমণে ডায়ারিয়াসহ বেড়েছে নানা ধরনের রোগ।তাই শিশুদের সুস্থ্যতায় গরম থেকে দুরে রাখা সহ বিশুদ্ধ পানি অত্যন্ত জরুরী।
তীব্র দহন কবে নাগাদ কমবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু এই গরমে শুধু বড়রাই না,শিশুদেরও অবস্থা আশংকাজনক।
হাসপাতালের আউটডোরে ছোট্ট শিশুরা মায়ের কোলে ডাক্তারের অপেক্ষায়।
বেশীর ভাগ ওয়ার্ডেই জ্বর, সর্দি, ডায়ারিয়া সহ নানা রোগে আক্রান্তরা ভর্তি।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম বলেন, ভাইরাসের সেরোটেপ নানা রকম হওয়ায় শিশুরা বেশী আক্রান্ত হয়। এসময় শিশুদের দরকার বিশেষ যত্ন।
এ সময় শিশুদের সুস্থ্ রাখতে ঠান্ডা যে কোন পানীয় পরিহার করে ফলের রস খাওয়ার পরামর্শ ডাক্তারদের। তবে, অতিরিক্ত ডিহাইড়্রেশন ও ডায়ারিয়া দেখা দিলে সাথে সাথে হাসপাতালে ভর্তি করাতে বলা হয়েছে।
শিশুদের ক্ষেত্রে সুতি ও হালকা কাপড়ের পোশাকের পাশাপাশি খোলামেলা পরিবেশ দরকার বলেও জানান অধ্যাপক জাহাঙ্গীর আলম।