গরিব মারার বাজেট দিয়ে জনগণের সঙ্গে মশকরা করা হয়েছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
সরকার বাজেটের নামে করের জাল ফেলে জনগণের সঙ্গে মশকরা করেছে বলে অভিযোগ করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন এটা গরিব মারার বাজেট । তিনি বলেন, বিএনপি নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি দেন মির্জা ফখরুল।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানসহ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজার প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ।
সমাবেশে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারকে ভোট চুরি করতে বিচার বিভাগের একটা অংশ সহয়তা করছে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার বাজেটের নামে দেশের মানুষের সাথে মশকরা করছে , এটা গরীব মারার বাজেট। মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধি দলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। নেতাদের সাজা দিয়ে জনগনের আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।