গরীব দেশগুলো যাতে খুব সহজে করোনার ভ্যাকসিন পায় সে কর্মসূচি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট সময় : ০১:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
গরীব দেশগুলো যাতে খুব সহজে করোনার ভ্যাকসিন পায় সে জন্য কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার এই কাজে সহযোগিতা করতে যোগ দিয়েছে দেশের ৬০টিরও বেশি সম্পদশালী দেশ।
তবে, সোমবার প্রকাশিত এ তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম নেই। গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্রুপ এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্সএর সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড-১৯ এর ভবিষ্যত ভ্যাকসিনের যাতে ন্যায়সঙ্গত বন্টন হয়, সে লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি কৌশল প্রণয়ন করেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্রুপের প্রধান শেঠ বার্কলে এক ভার্চ্যুয়াল বৈঠকে বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই কাজ করা কোভ্যাক্সের লক্ষ্য। তিনি আরও বলেন, সব দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিওএইচও’র অব্যাহতভাবে সমালোচনা করে যাচ্ছেন। তার ঘোষণা মতে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে।