গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে নেত্রকোণার মদন-কেন্দুয়া সড়কে
- আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দীর্ঘদিন সংস্কারের অভাবে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে নেত্রকোণার মদন-কেন্দুয়া সড়কে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে এলজিইডি।
প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নেত্রকোনার মদন-কেন্দুয়া সড়কে চলাচল করছে গণপরিবহন। কেন্দুয়া, কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় সহজ যাতায়তের প্রধান সড়ক এটি। ১৫ কিলোমিটারের এই সড়কে পদে-পদে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গর্তগুলো পানি ও কাঁদায় ভরে থাকে। শুকনো মওসুমে ধুলায় জনজীবন বিপর্যস্ত হয়। দ্রুত মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা।
মদন-কেন্দুয়া সড়ককে দুটি প্যাকেজে ভাগ করা হয়েছে। কেন্দুয়া থেকে একটি প্যাকেজে পাঁচ কিলোমিটারের কাজ হয়েছে। বাকিটা দ্রুত শুরু হবে বলে জানায়, এলজিইডি।
শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশা করে ভুক্তভুগীরা।