গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা এবং করোনা ভাইরাস পরীক্ষাসহ বিনামুল্যে ওষুধ বিতরণ
- আপডেট সময় : ০৬:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দিনাজপুর ও ঝিনাইদহে গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা এবং করোনা ভাইরাস পরীক্ষাসহ বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
সকালে দিনাজপুর সরকারী কলেজ ক্যাম্পাসে ২ শতাধিক গর্ভবতী মা ও শিশুর করোনা পরীক্ষা করা হয়। দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা পেয়ে খুশি বিশেষ করে গর্ভবতী মা এবং বিনামুল্যে করোনা টেস্ট করতে পেরে সেনাবাহিনীকে সাধুবাদ জানায় অনেকে। এসময় উপস্থিত ছিলেন ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেঃ কর্ণেল মোঃ হাসমত উল্লাহ খান, ৬৬ পদাতিক ডিভিশন ৪ হর্স ইউনিটের ক্যাপ্টেন ইসতিয়াক আরাফাতসহ সিএমএইচ এর বিশেষঙ্গ চিকিৎসকরা।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করেছে সেনাবাহিনী। কাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৭ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৫ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদাণ করে।