গলাচিপায় নিখোঁজের দুইদিন পর মিম আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর মিম আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার গোলখালী এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় মিম। দুইদিন অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি তাকে। সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে। নিহত মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে মুশুরীকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।