গাইবান্ধায় নদ-নদীগুলোতে পানি কমে যাওয়ার সাথে সাথে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে
- আপডেট সময় : ০১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধায় নদ-নদীগুলোতে পানি কমে যাওয়ার সাথে সাথে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এরইমধ্যে অর্ধ শতাধিক ঘরবাড়ি-ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসতবাড়ি ও আবাদী জমি।
৬০ বছরের বৃদ্ধা আজিজ মিয়া । এই বয়সে ঘর সরিয়েও শেষ রক্ষা হয়নি।কয়েকদিন আগে আকস্মিক নদী ভাঙনে বাড়িঘর নদীতে বিলিন হয়ে যায়। নিজেদের জীবন বাচিয়ে পাশেই অন্যর জমিতে ঘর তুলে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
ভক্সপপ: ১ বৃদ্ধা আজিজ মিয়া।
জেলার তিস্তা নদীর পানি কমে যাওয়ায় বেড়েছে নদী ভাঙ্গন। সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এক সপ্তাহে অর্ধশতাধিক বাড়িঘর ও কৃষি জমি বিলীন হয়ে গেছে।
ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের উদাসিনাতাকে দায় করছেন স্থানীয়রা । তাদের অভিযোগ, সঠিক সময়ে জিও ব্যাগ না ফেলায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে।
তবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।