গাইবান্ধার অবহেলিত উপজেলা সুন্দরগঞ্জে প্রশাসন গড়ে তুলেছে মিনি বিনোদন কেন্দ্র
- আপডেট সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সাতটি উপজেলার মধ্যে অন্যতম সুন্দরগঞ্জ। তবে নদীবেষ্টিত উপজেলাটিতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। গড়ে ওঠেনি তেমন বিনোদন কেন্দ্র কিংবা পার্ক। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি একটি মিনি বিনোদন কেন্দ্র তৈরি হওয়ায় সেখানে এখন শিশুসহ সব বয়সী মানুষ ভীড় করছেন।
গাইবান্ধা থেকে ৩৫ কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলা। পৌর এলাকায় নেই কোন বিনোদন পার্ক । তবে কয়েক বছর আগ থেকেই স্বল্প পরিসরে তৈরি করা হয় মিনি পার্ক। যা কিছুদিন আগেও ছিল ঝোপঝাড় আর ময়লার ভাগাড়। রাতে কিংবা দিনের বেলায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারতো না। সন্ধ্যা নামলেই শোনা যেত শেয়ালের ডাক। বসতো মাদকাসেবীদের আড্ডা। চলতো অসামাজিক কার্যকলাপ।
এখন সেখানে করা হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। শিশুরা করছে খেলা। নানা বয়সী মানুষ দিচ্ছেন আড্ডা। রূপ নিয়েছে মিনি পার্কে।
১৯৮৩ সালে সুন্দরগঞ্জ উপজেলা হিসেবে মর্যাদা পায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে লাগানো হয়েছে বিভিন্ন রঙের আলোকবাতিসহ বসানো হয়েছে বেঞ্চ। এতে খুশি স্থানীয়রা।
এদিকে পার্কটিকে সুন্দর করে সাজাতে বিভিন্ন উদ্বোগ নেয়ার কথা জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা।
এদিকে সব ধরনের সহযোগিতার কথা জানান এ সংসদ সদস্য।
দ্রুত বিনোদন কেন্দ্রটি আরো সম্প্রসারণ করে আধুনি রূপ দেবার দাবি সবার।