গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২০টি বাড়ি ভাঙচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন।
গেল রাতে গৃধারীপুর ও বারাইপাড়া গ্রামে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।স্থানীয়রা জানায়, গৃধারীপুর গ্রামের জাহিদের সঙ্গে বারাইপারার গ্রামের নিলয়ের কথা কাটাকাটি হয়। এর জেরে বেশ কয়েকটি বাড়ি,মোটর সাইকেল ও মাইক্রোবাস ভাংচুর করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।