গাইবান্ধার পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে মাদক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
- আপডেট সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নিত্যনতুন কৌশলে গাইবান্ধার পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে মাদক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করছে মাদক কারবারীরা। গত দু’মাসে এই মহাসড়ক থেকে অর্ধকোটি টাকার মাদকদ্রব্যসহ ৮১ জন আটক হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। তারপরও থেমে নেই মাদক পাচার।
কঠোর বিধিনিষেধের মধ্যেও থেমে নেই মাদক পাচার। ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে জরুরি পন্য পরিবহনের নামে বিভিন্ন যানে মাদক পাচার করা হচ্ছে। সম্প্রতি একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১২লাখ টাকার হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করে র্যা ব। এর আগে মোটর সাইকেল ও মাইক্রোবাস চালকের কাছ থেকে পাওয়া যায় ফেন্সিডিল।
মাদক পাচার রোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার বলে মনে করে সুশীল সমাজ।
কৌশল পাল্টালেও পাচারকারীরা রক্ষা পাবেনা বলে জানায়, রেব।
গত দু’মাসে পুলিশ ও রেবের অভিযানে ৬০টির বেশি মামলায় ৮১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় অর্ধকোটির টাকার মাদক।