গাইবান্ধার সাদুল্যাপুরে সড়ক মেরামতে চলছে অনিয়ম
- আপডেট সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৬২ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে দীর্ঘ জরাজির্ণ ১১ কিলোমিটার সড়ক মেরামতের চলছে অনিয়ম। স্থানীয়রা অভিযোগ করলেও মেলেনি সমাধান। এদিকে, আকস্মিক-অভিযানে নিম্নমানের কাজের প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ।
জেলার সাদুল্যাপুর নলডাঙ্গার জনগুরুত্বপূর্ণ সড়কটি হল মিঠাপুকুর থেকে বামনডাঙ্গা, ১১ কিলোমিটার সড়ক । ৩৫ কোটি টাকা ব্যায়ে এই সড়কটিতে দীর্ঘদিন থেকে সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টার প্রাইজ। বালির পরির্বতে মাটি ও ছোট পাথরের পরির্বতে বড় পাথর ব্যবহার সহ গুনগত মান নিয়ে অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্টানটি।
এদিকে, স্থানীয়দের অভিযোগের কথা শুনে পলাশবাড়ী–সাদুল্যাপুর আসনের সংসদ সদস্য সড়কটির কাজ দেখতে আসেন। এসময় কাজের মান নিয়ে ক্ষিপ্ত হন তিনি।
এদিকে, অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সড়ক জনপদের নিবার্হী প্রেকৌশলী জানান কাজের মান ভাল করার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
নিম্নমানের সকল সামগ্রী দ্রুত অপসারণ করে গুনগত মান ঠিক রেখে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।