গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ কাজ শেষ না হতেই ঢেবে গেছে সেতুর কয়েকটি পিলার
- আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ কাজ শেষ না হতেই ঢেবে গেছে সেতুর কয়েকটি পিলার। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এ বেহাল দশা। এরইমধ্যে তদন্ত কমিটি করেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন হাতে আসলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে উপজেলা শহরে যেতে পাড়ি দিতে হয় তিস্তার শাখা নদী। বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে কংক্রিটের পিলারের উপর কাঠের পাঠাতনের সেতু। তবে নির্মাণ কাজ শেষ না হতেই দেবে গেছে সেতুর মাঝের অংশের চারটি পিলার।
হালকাযান ও পায়ে হেটে চলাচলের ২০০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বরাদ্দ দেয়া হয় ২০২২- ২৩ অর্থ বছরে। স্থানীয়দের অভিযোগ গেল বছরের মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, অল্প কিছু কাজ করেই বরাদ্দের টাকা তুলে নিয়েছে ঠিকাদার। বিষয়টি জানাজানি হলে চাপের মুখে চলতি বছরের জানুয়ারিতে আবারও শুরু হয় সেতুর কাজ।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদার শাহানুর ইসলাম কে। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
সেতুটি নির্মাণে ব্যয় করা হয় প্রায় ২৯ লাখ টাকা।