গাইবান্ধায় অভিনব কায়দায় চুরি হচ্ছে মোটরসাইকেল
- আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি হচ্ছে। গত ছয় মাসে চুরি হয়েছে ৩০টির বেশি মোটরসাইকেল। সিসিটিভির ফুটেজ দেখে আটক করা হয়েছে বেশ কয়েকজন অভিযুক্তকে। উদ্ধার হয়েছে ১৪টির বেশি মোটরসাইকেল। কিন্তু, থামছে না চোরের দৌরাত্ম্য।
জেলা প্রশাসকের কার্যালয়, শহরের নামি দামি কমিউনিটি সেন্টার, কাষ্টম অফিস, পৌর ভবনসহ বাসা-বাড়ি থেকে চুরি হয়ে যায় এই সব মোটর সাইকেল। সিসিটিভির ফুটেজে ধরা পড়লেও, বেশিরভাগ ঘটনাই চাপা পড়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারন মানুষ।
সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে মাঠে নামে জেলা ডিবি পুলিশ। এর মধ্যে বেশ কয়েকটি চোর চক্রকে গ্রেফতার করার পর বেরিয়ে আসে বিভিন্ন জায়গায় থাকা মোটর সাইকেল। সম্প্রতি চুরি যাওয়া ১৪টি মোটর সাইকেল উদ্ধার করে তারা। এর মধ্যে পাঁচটি মোটর সাইকেল মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।
চক্রের মুল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল।
হারিয়ে যাওয়া সব মোটর সাইকেল উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান, পুলিশ সুপার।
শুধু জেলা শহর নয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও মোটর সাইকেল চুরি বেড়েছে।