গাইবান্ধায় উদ্বেগজনক ভাবে বেড়েছে আত্মহত্যার ঘটনা
- আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় করোনা কালীন সময়ে বেড়েছে উদ্বেগজনক ভাবে আত্মহত্যার ঘটনা। প্রায় তিন মাসে সাত উপজেলায় ৫৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার অর্ধেক কম বয়সী কিশোরী। সামাজিক অব্ক্ষয়ের কারণে দিন দিন বাড়ছে অনাঙ্খিত এমন সব ঘটছে বলে জানান বিশেজ্ঞরা।
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার দামেদারপুর গ্রামের মুক্তি বেগম। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা এখন শুধুই আর্তনাদ। সম্প্রতিক একমাত্র মেয়েকে সাংসারিক কাজ করতে বলায় মেয়ে অভিমান করে আত্মহত্যা করে। মেয়ের এমন ঘটনায় হতবাক পরিবারটি।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবার সাথে অভিযান করে বিপুল মিয়া আত্মহত্যা করে। অন্যদিকে নববধুকে স্বীকৃতি না দেয়ায় অত্মহত্যা করে পিংকি।
সম্প্রতিক জেলায় আত্মহত্যা বেড়ে যাওয়া উদ্বিগ্ন বিশ্লেষকরা। সন্তাদের সাথে অভিভাবকদের অবহেলা কিংবা সামাজিক চাপসহ বিভিন্ন কারণে এমন ঘটনা গুলো দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সন্তানদের প্রতি দৃষ্টি দেয়ার কথা বলছেন তারা।
এ দিকে প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক সচেতনা বাড়ানের জন্য কাজ করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকতা।
আত্মহত্যা রোধে প্রয়োজন সামাজিক সচেতনা। এর জন্য সবাই এগিয়ে আসার আহবান জানান বিশেজ্ঞরা।