গাইবান্ধায় দাম বেশি রাখায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় গাইবান্ধায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা কর হয়।
সকালে শহরের পুরাতন বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। কদমতলী এলাকায় দুই ফিলিং ষ্টেশনে মাপে তেল কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে এক মিষ্টির দোকানদারকে ১৫ হাজার টাকার জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ গাইবান্ধা অফিসের সহকারী পরিচালক আব্দুর ছালাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, রেব-১৩ সহকারী পুলিশ সুপার সালমান নুর আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।