গাইবান্ধায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি দোকান।
ইউপি নির্বাচন ঘিরে বটতলা এলাকায় একটি নির্বাচনী অফিস স্থাপন করাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে মহিমাগঞ্জের বটতলায় নির্বাচনী অফিস স্থাপন করাকে কেন্দ্র করে নৌকার চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমান মুন্সির সমর্থক ও বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামসহ তার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ১০টি দোকান ভাঙচুর করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।