গাইবান্ধায় পল্লী বিদ্যুতের গ্রাহকের মিটার চুরি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা
- আপডেট সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পল্লী বিদ্যুতের গ্রাহকের মিটার চুরি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। চোর চক্রের একটি সংগঠিত দল গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে মিটার চুরি করে, তাদের ফোন নম্বর রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে বিকাশে টাকার বিনিময়ে মিটারটি আবার ফেরত পাওয়া যায়। এলাকায় মিটার চুরির হিড়িক পড়লেও পুলিশের কাছে এই চোর চক্রের কোন তথ্য নেই।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে সেচযন্ত্র ও চাতাল কলে ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি হচ্ছে প্রতিনিয়ত। এক সপ্তাহে পাঁচটির বেশি মিটার চুরি গেছে। বিভিন্ন কৌশলে এসব মিটার চুরি হচ্ছে বলে জানায়, ভুক্তভোগীরা। থানায় জিডি করেও মিলছে না কোনো সহযোগিতা। চুরির পর সংঘবদ্ধ গ্রুপটি মিটারের স্থানে রেখে যায় তাদের মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে যোগাযোগের মাধ্যমে, মোটা অংকের টাকা তাদের বিকাশ নম্বরে পাঠালে মিটার ফেরত পাওয়া যায়।
অনেক এলাকায় চুরি যাওয়া মিটার উদ্ধার না হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। তারা চোর চক্রের গ্রেফতার ও মিটার উদ্ধারের দাবি জানান। মিটার উদ্ধার ও দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান, পুলিশ সুপার। গত এক মাসে জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ডজনখানেক বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে।