গাইবান্ধায় বিভিন্ন খাদ্য কারখানাকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় গাইবান্ধায় বিভিন্ন খাদ্য কারখানাকে জরিমানা এবং দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখেতে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় প্রায় গাইবান্ধার বিভিন্ন খাদ্য কারখানাকে এক লাখ টাকা টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সিনিয়র জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট উপেন্দ্র নাথ দাস। দুপুরে গাইবান্ধা রসমালাই ও গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারসহ ৭টি মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
রমজানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে সকালে কুষ্টিয়া এন.এস রোডের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় পণ্যের উপর বাড়তি দামের লেবেল দিয়ে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করা হয়। যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।