গাইবান্ধায় মাটির নিচে চাপা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় মাটির নিচে চাপা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
বেশ কিছুদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে সংস্কার করায় রাস্তায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়। আর এই তিন শিশু গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে যায়। রাতে রাস্তার পাশের গর্তে বালি মাটির নীচ থেকে তিন শিশুর মৃত দেহ উদ্ধার করে।
এদিকে, সিরাজগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার হওয়া এক স্কুলছাত্রী নিজ বাড়িতে ফিরে আত্মহত্যা করেছে। গত দু’বছর ধরে একই মহল্লার আব্দুল আজিজের ছেলে জিম প্রায়ই ওই মেয়েকে উত্ত্যক্ত করতো। স্থানীয় অভিভাবকদের কাছে বার বার অভিযোগ করেও লাভ হয়নি। বুধবার স্কুলছাত্রীর সঙ্গে এক আত্মীয়ের ছেলের বাগদানের আয়োজন পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে জিমসহ আরো ৭ জনের দল জোরপূর্বক মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বাড়ি ফিরে এসেই আত্মহত্যা করে মেয়েটি।