গাইবান্ধায় মাতৃসদন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে
- আপডেট সময় : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় করোনা কালীন সময়ে গর্ভবতী মায়েদের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র মাতৃসদন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রোগীদের সাথে দুর্ব্যবহার সহ রয়েছে নানা অভিযোগ।
করোনার এই ক্রান্তিকালীন সময় যখন সরকার চিকিৎসা সেবার মান বাড়াতে দিন রাত কাজ করে যাচ্ছে। তখন গাইবান্ধা মাতৃসদন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে চলছে ভেলকি বাজি। সম্প্রতি বোনার পাড়া থেকে চিকিৎসা নিতে আসেন জেমি আক্তার নামে এক গভবতী, কিন্তু চিকিৎসা না পেয়ে উল্টে খারাপ আচারন করে তাকে বের করে দেয় কর্তৃপক্ষ। এর পর রাস্তায় সন্তান প্রসব করেন এ নারী।
এর আগে গত এপ্রিল মাসে এমন একটি ঘটনা ঘটে, সদরের লক্ষীপুর গ্রামের গৃহবধু মিষ্টি আক্তুর বেলায় এনিয়ে ক্ষুদ্ধ স্থানীয়রা।
মাতৃসদনে প্রধান চিকিৎসক আফছারী খানম অন্য একটি বেসরকারী শিশু হাসপাতালেও দায়িত্ব পালন করেন । দুটি হাসপাতালে দায়িত্ব পালনের ফলে সরকারী এই প্রতিষ্টানটিতে চিকিৎসা সেবা ব্যহত বলে এলাকার সুশীলদের অভিযোগ।
সব বিষয় অস্বীকার করে নিজের সাফাই গাইলেন চিকিৎসক আফসারী খানম পাশাপাশি হাসপাতালে জনবল সংকটের কথা জানালেন তিনি।
সব বিষয় তদন্ত চলছে তদন্ত প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেয়ার কথা জনালেন জেলার এই শীষ কমকতা।
এ ঘটনায় তিন সদস্য কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর । এদিকে তদন্ত সপেক্ষে দোষীদের বিরুদ্ধো ব্যবস্থা নেবে কতপক্ষ এমনটাই প্রত্যাশার সবার