গাইবান্ধায় মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া কিশোররা : প্রায়ই ঘটছে দুর্ঘটনা
- আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় শহর থেকে লোকালয়ে মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া কিশোররা। দ্রুত গতির এ সব বাইকার কিশোরের ভয়ে তটস্থ থাকে পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর মিছিল। দুর্ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জের বাসিন্দা জাকারিয়া চাকরি করতেন গাইবান্ধা কাচারি বাজারের একটি পোশাক কারখানায়। মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাক চাপায় প্রান যায় তার। ঘটনার প্রত্যক্ষদর্শী ফরহান শেখ এখনো ভুলতে পারেননি সেদিনের স্মৃতি।
জাকারিয়ার মতো গত তিন মাসে জেলার বিভিন্ন সড়কে মারা গেছেন ২০ মোটর সাইকেল আরোহী। এমন মৃত্যুর মিছিল দেখে চিন্তিত স্থানীয়রা।
নিয়ম না মেনে মোটরসাইকেল চালায় অনেক কিশোর ও উঠতি যুবকরা। জানতে চাইলে নানা অজুহাত দেখান তারা।
নিয়ম মেনে মোটরসাইকেল চালানোর পরামর্শ এবং এ বিষয়ে সচেতনতায় বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানায়, পুলিশ সুপার।
গত তিন মাসে জেলায় শতাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনারোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।