গাইবান্ধায় সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর
- আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর। বেপরোয়া ভাবে যাতায়াতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। তবে এই সব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেই বিআরটি-এর কোন উদ্যোগ নেই। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
গাইবান্ধার সাদুল্যাপুর-পলাশবাড়ি সড়কের চিত্র এটি। সড়ক দাঁপিয়ে বেড়াচ্ছে শত-শত ট্রাক্টর। দিনের বেলায় এই সব গাড়ী চলাচল করলেও দেখার যেন কেউ নেই।
বেপরয়া যানবাহন চলাচলের কারণে ঘটছে প্রায় দুর্ঘটনা, আর এতে নষ্ট হচ্ছে রাস্তা ঘাট। এছাড়াও সড়ক গুলোতে চলতে গিয়ে ধাক্কায় প্রাণ দিতে হচ্ছে পথচারীদের।
চালকদের প্রশিক্ষণ না থাকায় মহাসড়ক দাঁপিয়ে বেড়ানো এই সব অবৈধ যানবাহন বন্ধে দাবী জানান খোদ স্থানীয় সংসদ সদস্য।
এদিকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ট্রাক্টর আটক করা হলেও বিআরটি’এর নীরব থাকায় সুফল মিলছে না বলে দাবী জেলা ট্রাফিক পুলিশের।
দ্রুত অবৈধ যানবাহন বন্ধে অভিযান চালানো হবে বলে জানান জেলা বিআরটিএ’। জেলার সাত উপজেলায় প্রতিদিন সড়ক -মহাসড়কে এক হাজার ট্রাক্টর চলাচল করছে।