গাইবান্ধায় হাসান হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বাকী ৮ আসামিকে খালাসের আদেশ দেয়া হয়েছে।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। বাকি তিন আসামী এখনো পলাতক। ১৯৯৯ সালের আগস্টে জেলার পলাশবাড়ির আমবাড়িতে কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রফেসর আব্দুর রউফের সাথে নজরুল ইসলাম লেবু মাওলানার শত্রুতা শুরু হয়। পরে লেবুর সমর্থকরা আব্দুর রউফের ওপর হামলা করে। এ সময় পাশের সুঁই গ্রামের হাসান আলী প্রফেসর রউফকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন। পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে ১০ জনের নামসহ অজ্ঞাত ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।