গাইবান্ধা ও কুড়িগ্রামবাসির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন তিস্তাসেতু এবার বাস্তবে রুপ পাচ্ছে
- আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা ও কুড়িগ্রাম বাসির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন তিস্তাসেতু এবার বাস্তবে রুপ পাচ্ছে। হরিপুর-চিলমারী সেতুটির নির্মাণ কাজ ইতিমধ্যে ৫০ ভাগ শেষের পথে। বসানে হয়েছে ১৫টি পিলার। দিন রাত কাজ করে যাচ্ছে নির্মাণকারী প্রতিষ্ঠান। একটু একটু করে সেতু যতই দৃশমান হচ্ছে, ততই আশায় বুক বাধছে তিস্তাপাড়ের মানুষ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী সদরের সাথে সংযোগ রাস্তায় তিস্তা নদীর উপর নির্মাণ হচ্ছে সেতুটি। ১হাজার ৪৯০মিটার দীর্ঘ এই সেতুর পিলার রয়েছে ৩০টি। এ পযর্ন্ত বসানো হয়েছে ১৫টি। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে স্বপ্ন বুননের বাকী কাজ। এদিকে তিস্তা সেতু দৃশ্যমাণ হওয়ায় আশায় বুক বাধছে এখনকার লাখো মানুষ।
৮৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিয়মাণ সেতুটির ইতোমধ্য ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমেও সেতুর কাজ চালমান রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের এ প্রতিনিধি।
এদিকে দ্রুত গতিতে সেতুটি কাজ সম্পন্ন হওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। পাশাপাশি সেতু নির্মাণ হলে একদিকে যেমন নদীভাঙ্গন রোধ হবে অন্যদিকে দু’পাড়ের মানুষের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মস্থান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে উদ্ধোধন করলেও নানা জটিলতা কাটিয়ে গত বছরের ফেব্রুয়ারীতে কাজ শুরু হয় এই সেতুর।