গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ১১:৩১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুঘটনায় ৩ জন নিহত হয়েছে ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতরাতে নাকাইহাট ধর্মপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে কয়েকজন জেলে মাছ বিক্রি করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বিক্রেতাসহ কয়েকজনকে চাপা দেয়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক প্রতাপ চন্দ্র দাস ও হরেন চন্দ্র দাস নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় নূরে আলম মিঠু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরো দুই আরোহী। গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ীতে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালিয়ে যাওয়া মিঠু মারা যান এবং তার সাথে থাকা আরো দুই আরোহী আহত হয়।