গাইবান্ধা ও মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গাইবান্ধা ও মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা সাবেক সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত মাওলানা আহম্মদ আলী সরকারের ছেলে।আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ীসহ বিভিন্ন জায়গার সমাজসেবা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইলিয়াস শেখ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার লতিফ শেখের ছেলে এবং টেকেরহাট বন্দরে থান কাপড়ের ব্যবসা করতেন।