গাইবান্ধা থেকে হাওরাঞ্চলে ধান কাটতে যেতে পারছে না হাজার হাজার কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
লকডাউনের কারণে গাইবান্ধা থেকে হাওরাঞ্চলে ধান কাটতে যেতে পারছে না হাজার হাজার কৃষক। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। তবে, বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
হাওরাঞ্চলে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। লকডাউনের মধ্যে যানবাহন বন্ধ থাকায় ব্যক্তিগত উদ্যোগে যেতে পারছে না কেউ। গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে প্রথম দফায় জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দু’শতাধিক শ্রমিক পাঠানো হয়েছে। কাজে যেতে পেরে খুশি কৃষক।
নওগা, বগুড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সাতক্ষীরাসহ দেশের বিভির জায়গায় ধান কাটতে যাচ্ছে কৃষক। প্রতিবছরের মতো এবারও জেলার কয়েক হাজার কৃষক যাচ্ছে।
কৃষি শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে বলে জানান, পুলিশ সুপার।
স্বাস্থ্যবিধি মেনে কাজ শেষে, সুস্থভাবে নিজ এলাকায় ফেরার আশা করে এই শ্রমিকরা।