গাইবান্ধা পলাশবাড়ি খাদ্য গোডাউন থেকে ২শ টন চাল ও গম গায়েব
- আপডেট সময় : ১০:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা পলাশবাড়ি খাদ্য গোডাউন থেকে গায়েব হয়ে গেছে ২০০ টন চাল ও গম । বিভাগীয় তদন্তের পর এ ঘটনায় মামলাও হয়েছে। তবে ঘটনার পর থেকে দায়িত্ব বুঝে না দিয়েই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত খাদ্য কর্মকতা আব্দুল্লাহ্ আল মামুন সিদ্দিকী। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বিষয়টি দুদকে পাঠানো হয়েছে।
গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক ঘেষে পলাশবাড়ি খাদ্য গোডাউন। গেল কয়েকদিনের ব্যবধানে এই গোডাউন থেকে হারিয়ে গেছে ১৩১ টন চাল ৬৮টন গম ও ৩৪ হাজার বস্তা গাযেব করার অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার টাকা । বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে ১৯ মে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকতা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে বদলি করা হয়। পরে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। ঘটনার সত্যতা খুঁজে পাওয়ায় অভিযুক্ত কর্মকতার বিরুদ্ধে ৪জুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশবাড়ি থানায় মামলা করেন। সংরক্ষিত এলাকা থেকে খাদ্য শস্য গায়েবের ঘটনায় ক্ষোভ জানান স্থানীয়রা।
তবে মামলার পর থেকেই অভিযুক্ত কর্মকর্তা কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানোর কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। ২০২৩ সালের মে মাসে পলাশবাড়ি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকি।