গাইবান্ধা বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ৯০ শতাংশ রোগী জেলার বাইরে গিয়ে আক্রান্ত হয়েছেন। রোগী বৃদ্ধিতে হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে।
গাইবান্ধায় প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। জেলায় ৯০ শতাংশ রোগীদের আক্রান্ত নিজ জেলার বাইরে। হাসপাতালে ঔষধ না পাওয়া সহ রয়েছে নানা অভিযোগ স্বজনদের।
বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। তারপরও সেবা দিচ্ছেন তারা। রোগী ও স্বজনদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার। জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক এখন পর্যন্ত কারো মৃত্যুর তথ্য নেই।