গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। এ নির্বাচনে ৩ জন দলীয় ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ অংশ নিচ্ছেন ৫ প্রার্থী। আওয়ামী লীগ থেকে মাহমুদ হাসান রিপন- নৌকা, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু- লাঙ্গল, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম- কুলা, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ- আপেল এবং সাবেক বিসিএস কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান- ট্রাক প্রতীক পেয়েছেন। ১২ অক্টোবর ইভিএম-এ এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। গত ২৩ জুলাই গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।