গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অমিতোষ হালদার একমাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে অনেকটা নিশ্চুপ অবস্থায় ছিল সে। বুধবার রাতে বাবা-মাকে ঘরে তালা দিয়ে আটকে রেখে বাইরে গিয়ে বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে দুপুরে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।