গাজায় আল-জাজিরা ও এপির কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল
- আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় ধুলায় মিশে গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার কার্যালয়। হামলার শিকার ভবনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। মার্কিন প্রেসিডেন্ট ফোনে কথা বলেছেন ইসরাইলী প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে।
শনিবারের এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। ঠিক কী কারণে ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। আল–জাজিরায় প্রকাশিত লাইভ ভিডিও সম্প্রচারে দেখা যায়, বোমার আঘাতে আল-জালা নামের ১১ তলা ভবনটি ধসে গেছে। এদিকে নিজেদের আত্মরক্ষায় যে কোন হামলা ঠেকাতে পাল্টা উত্তর দিতে পারে ইসরাইল, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সঙ্গে ফোনালাপে এ কথা বলেন বাইডেন। আর হামলা থামাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও বলেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৯টি শিশু ও ২২ জন নারী রয়েছেন। এদিকে গাজা থেকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন।