গাজায় খেলায় মগ্ন শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা
- আপডেট সময় : ০৩:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গাজার মাওয়াসিতে ফাঁকা রাস্তায় খেলায় মগ্ন শিশুদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।এতে শিশুসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া শনিবার রাতভর লেবাননে হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ।
এদের মধ্যে ছয়জন লেবানিজ উদ্ধারকর্মী এবং তিনজন ফিলিস্তিনি বন্দি ছিলেন। যাদের মুক্তি দেওয়ার মুহূর্তেই হত্যা করা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের একটি স্কুলে স্থানচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। ওই স্কুলে আক্রমণে দুইজন সাংবাদিকসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া দেইর আল-বালাহতে আল-আকসা হাসপাতালে এক তাবুর ভিতরে দুজন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলার জন্য স্থানীয়দের অন্য এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। এদিকে, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে।