গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১৫১২ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। গতকালও গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় দেড় শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি। এর মধ্যে উত্তর গাজাতেই নিহত হন ১৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। এদিকে,
গত ২৪ ঘন্টায় লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৭ লেবানিজ নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে ভূখণ্ডে তেল-আবিবের স্থল অভিযানে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে, নেতানিয়াহু প্রশাসন।