গাজার আল শিফা হাসপাতালে ট্যাংক ও বুল্ডোজার নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী
- আপডেট সময় : ১২:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ট্যাংক ও বুল্ডোজার নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হাসপাতালে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন ও সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ করে আসছিল ইসরায়েল। তবে ফিলিস্তিন এ অভিযোগ অস্বীকার করেছে।অন্যদিকে গাজার সব হাসপাতাল পরিদর্শনের জন্য জাতিসংঘের প্রতি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে হামাস।
আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা বলছেন, হামাস হাসপাতালকে ব্যবহার করছে না। হাসপাতালের নিচে কোনো ঘাঁটি নেই। শুধু শুধু হাসপাতালগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল।
এদিকে..অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে রোগীদেরকে সমাহিত করতে খোঁড়া হচ্ছে গণকবর। অন্তত ১০০মানুষকে কবর দেয়ার প্রস্তুতি চলছে। ইসরায়েলের অভিযানের পর হাসপাতালের ভেতরে মারা গেছে রোগীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, প্রায় ১০০ লাশ পচে যাচ্ছে। সেগুলো সরিয়ে নেয়ার কোন পথ নেই। ফলে মেডিকেল কমপ্লেক্সের ভেতরেই গণকবর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন কবর খোঁড়া হচ্ছে।