গাজার উত্তরাঞ্চল ছাড়ছেন হাজার হাজার বাসিন্দা
- আপডেট সময় : ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে ফিলিস্তিনীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসারেয়েলি বাহিনী৷
ধারণা করা হচ্ছে, ইসলামপন্থি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে স্থলভাগ দিয়ে অপারেশন পরিচালনা করবে ইসরায়েল৷
শুক্রবার ও শনিবার হাজার হাজার ফিলিস্তিনী গাজার উত্তরাঞ্চল ত্যাগ করেছে৷ গত সপ্তাহে ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে গাজার ১১ লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়৷ ধারণা করা হচ্ছে, স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে বাসিন্দাদেরকে সরে যেতে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ৷
তার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজাভিত্তিক জঙ্গিগোষ্ঠি হামাসকে ‘ধ্বংস করে দেওয়ার’ প্রত্যয় ব্যক্ত করেন৷ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানিসহ কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে৷
শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমি জোর দিয়ে বলছি, এটি শুধুমাত্র শুরু৷”
হামাসের হামলার পর গত শুক্রবার ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করলে গাড়ি, ট্রাকসহ গাধারগাড়িতে চড়ে ফিলিস্তিনীরা গাজা সিটি ছাড়তে শুরু করেন৷
জাতিসংঘ অবশ্য ইসরায়েলকে সাধারণ ফিলিস্তিনীদের গাজার উত্তরাঞ্চল ছাড়ার যে নির্দেশনা তা পুনর্বেবচনা করতে বলছে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘের প্রধান অ্যান্টিনিও গুতেরেস বলেন, ‘‘ঘনবসতিপূর্ণ, যুদ্ধচলমান একটি অঞ্চল দিয়ে দশ লাখেরও বেশি লোককে এমন এক জায়গায় সরানো – যেখানে খাবার পানি, বাসস্থান নেই – অত্যন্ত বিপজ্জনক৷
জাতিসংঘ জানায়, সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার আগে বোমা হামলার কারণে চার লাখ ২৩ হাজার লোক এরইমধ্যে বাস্তু্চ্যুত হয়েছে৷
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ